নিউজ ডেস্ক:
তাজিকিস্তানে একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কারাগারে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের দাঙ্গায় ৩২ জন নিহত হয়েছেন।
সোমবার দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকালের এ দাঙ্গায় কারাগারটির ৩ জন কারারক্ষীসহ ২৯ জন বন্দী নিহত হয়েছেন।
তারা জানায়, রাজধানী দুশানবে থেকে ১০
কিলোমিটার পূর্বে অবস্থিত ভাখদাত শহরের কারাগারটিতে আটক আইএস জঙ্গিরা ছুরি
নিয়ে হামলা চালিয়ে তিন কারারক্ষী ও পাচঁ বন্দীকে হত্যা করে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দাঙ্গার
উস্কানিদাতাদের অন্যতম একজন হলেন বেখরুজ গুলমুরোদ। তিনি দেশটির স্পেশ্যাল
ফোর্সের সাবেক কর্নেল গুলমুরোদ খালিমোভের ছেলে। খালিমোভ ২০১৫ সালে তাজিক
স্পেশ্যাল ফোর্স থেকে পালিয়ে আইএসে যোগদান করেন। পরবর্তীতে সিরিয়ায় তার
মৃত্যু হয় বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারে শৃঙ্খলা
ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চব্বিশ জন বন্দীকে হত্যা করেছেন।
কারাগারটিতে মোট দেড় হাজার জন বন্দী রয়েছে।
ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। এর আগে গেল বছরের নভেম্বরে এ সংগঠনটির সদস্যরা এরকম আরো একটি দাঙ্গার সৃষ্টি করেছিল।
ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। এর আগে গেল বছরের নভেম্বরে এ সংগঠনটির সদস্যরা এরকম আরো একটি দাঙ্গার সৃষ্টি করেছিল।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়