Saturday, May 11

কানাইঘাটে সেই গৃহবধূর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী নয়াগ্রামে স্বামীর পিটুনিতে নিহত জেসমিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার(১১ মে) বাদ মাগরিব নিজ দলইকান্দি আকুনি গোলালপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে পঞ্চায়েত কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেসমিন বেগমকে তার স্বামী সিএনজি চালক ইসলাম উদ্দিন বেদড়ক পিঠিয়ে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে স্বামী ইসলাম উদ্দিন ও তার পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানান, লাশের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা প্রতীয়মান হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কানাইঘাট নিউজ ডটকম/১১মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়