Sunday, May 19

ট্রাম্প টয়লেট ব্রাশে চীনে তোলপাড়!

নিউজ ডেস্ক:

চীনের বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে গৃহস্থালির কাজে নিত্য ব্যবহার্য একটি বিশেষ পণ্য। টয়লেট ক্লিনিং ব্রাশ, যা তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে।

এর আগে দেশটিতে ট্রাম্পের ছবি ছাপা টয়লেট টিস্যু বাজারজাত করা হয়েছিলো। তবে দুই ডলার মূল্যের এই ট্রাম্প টয়লেট ক্লিনিং ব্রাশটির মত এত সাড়া ফেলতে পারেনি সেটি।
শনিবার দ্য সান এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, ট্রাম্প টয়লেট ক্লিনিং ব্রাশকে পরিপূর্ণ একটি কার্টুনাইজড আকৃতিতে তৈরি করা হয়েছে। ব্রাশটি কেনার জন্য উপচে পড়া ক্রেতাদের ভিড় ঠেকাতে রীতিমত হিমশিম খাচ্ছে দোকানিরা। দোকানগুলোর পাশাপাশি অনলাইন শপিং সাইটগুলোতেও একই পরস্থিতি। 
ধারণা করা হচ্ছে, এই পণ্য ক্রয়ের মাধ্যমে শুধু এর জনপ্রিয়তা নয় বরং চীনের পদক্ষেপগুলোর প্রতি দেশটির জনগণের সমর্থন প্রদানের বিষয়টিও নিশ্চিত করে বোঝা যায়।

অ্যামাজন ও ইবেয়ের মত জনপ্রিয় অনলাইন শপিং সাইটগুলোতেও পণ্যটির ব্যাপক বেচা-কেনা শুরু হয়েছে, চলছে জোর প্রচারণাও। এরইমধ্যে ইন্টারনেটে প্রকাশিত ছবিতে দেখা যায়, হুবহু ট্রাম্পের আদলে তৈরি করা ব্রাশে নিজের স্বভাবসুলভ দু'হাতের বৃদ্ধাঙ্গুলি তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মাথার দিকটায় রয়েছে উজ্জ্বল কমলা রঙের ফাইবারের ঝালট।  
২০১৮ সালে নিউজিল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান ট্রাম্প টয়লেট ক্লিনিং ব্রাশ তৈরি করেছিলো। তবে চীনের এই পণ্যটি সাম্প্রতিক পরিস্থিতিতে তোলপাড় করে চলছে দেশটির বাজার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়