Sunday, May 19

শুরু হলো বিশ্বকাপ মিশন

নিউজ ডেস্ক:

বপ্নের বিশ্বকাপ খেলতে এখন ইংল্যান্ডে বাংলাদেশ দলের ১৩ টাইগার। আয়ারল্যান্ডের সফল ত্রিদেশীয় সিরিজ শেষ করে বিশ্বকাপ মিশনে ইংল্যান্ডের লেস্টার সিটিতে পৌঁছান তারা। 

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী মোর্ত্তজা ও ওপেনার তামিম ইকবাল যাননি তাদের সঙ্গে। তারা দলে যোগ দেবেন বুধবার।
বিশ্বকাপের লম্বা সফরের আগে আয়ারল্যান্ড সিরিজ শেষে ঐচ্ছিক ছুটির ব্যবস্থা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ছুটি কাটাতে ব্যাক্তিগত কাজে দেশে ফিরেছেন মাশরাফী। 
উইন্ডিজের বিপক্ষে ফাইনাল জিতেই দেশের বিমান ধরেন ম্যাশ, নাঈম, তাসকিন, ফরহাদ রেজা ও ইয়াসীর আলী। তামিম  গিয়েছেন দুবাই । 
এদিকে বাংলাদেশ সময় ভোর রাতে লেস্টার সিটিতে পৌঁছান বাংলাদেশ দলের বাকি সব সদস্যরা। 
পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আগামী ২১ মে ইংল্যান্ডে পাড়ি জমাবেন মাশরাফী। ২২ মে অধিনায়কদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে আইসিসি। যেখানে অংশ নিবেন তিনি। অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার কার্ডিফে দলের সঙ্গে যোগ দেবেন টাইগার অধিনায়ক ।
অন্যদিকে তামিম ইকবাল লন্ডনে ফিরবেন বুধবার। সেখান থেকে কার্ডিফে যাবেন। আপাতত তিনি দুবাইতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। 
লেস্টারে টাইগাররা তিনদিন অনুশীলন করবে। অনুশীলন শেষে কার্ডিফের উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ দল।
আগামী ২৬ ও ২৮ মে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ২টি প্রস্তুতি ম্যাচ রয়েছে টাইগারদের। প্রস্তুতি ম্যাচ শেষে ২৯ মে লন্ডন ফিরবে বাংলাদেশ দল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়