Saturday, May 18

রচনা প্রতিযোগিতায় কানাইঘাটের মিনার কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক:
“বঙ্গবন্ধু স্যাটেলাইট- আমাদের গর্ব” বিষয়ক রচনা প্রতিযোগিতায় কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী ফাহিমা আক্তার মিনা সিলেট জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে গত ১২ মে শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিলেট জেলার মধ্যে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয় বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফাহিমা আক্তার মিনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের হাত থেকে ফাহিমা আকতার মিনা সম্মাননা পুরষ্কার গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ, শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মজুমদার, বড়দেশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর উদ্দিন।
প্রতিযোগিতায় সিলেটের মধ্যে প্রথম হওয়ায় ফাহিমা আক্তার মিনাকে অভিনন্দন জানান- কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। স্কুলের শিক্ষক মন্ডলী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা মিনার এ অর্জনে অত্যন্ত আনন্দিত বলে প্রধান শিক্ষক নুর উদ্দিন জানান।
প্রসঙ্গত, ফাহিমা আক্তার মিনা ধলিবিল দক্ষিণ গ্রামের হাফিজ ফরিদ উদ্দিনের মেয়ে।
কানাইঘাট নিউজ ডটকম/১৮মে ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়