Monday, May 13

পানামায় ৬.১ মাত্রার ভূমিকম্প

 
নিউজ ডেস্ক:

পানামার দক্ষিণ-পূর্বাঞ্চলে কোস্টারিকা সীমান্তের কাছে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ১। এ ঘটনায় বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিক ভাবে কোনো প্রাণহানীর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আঘাত হানা এ ভূমিকম্পটি রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ছিল। এটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর প্লাজা দে কাইসান থেকে সাত কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে।
পরে অবশ্য তারা ভূমিকম্পের উৎপত্তিস্থল কোস্টা রিকার ক্যানোয়াস শহর থেকে কয়েক কিলোমিটার উত্তরে বলে জানিয়েছে।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি হয়নি বলে জানিয়েছে পানামা কর্তৃপক্ষ।
পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভ্যারেলা টুইটারের মাধ্যমে জানিয়েছেন, ভূমিকম্পে কয়েকটি দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এ সময় পুয়ের্তো আরমুয়েলস বন্দর এলাকায় বাড়ির ছাদ ধসে এক নারী আহত হয়েছেন। 
ভূমিকম্পটির উৎপত্তিস্থলের কাছেই পুয়ের্তো আরমুয়েলসের অবস্থান। স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এখানে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও প্রাথমিকভাবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়