Thursday, May 16

কুরআন হেফজ করলেন নওয়াজ শরিফের নাতী জায়েদ নওয়াজ

কানাইঘাট নিউজ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরিফের নাতী জায়েদ হুসাইন নওয়াজ পবিত্র কুরআন শরিফ হেফজ সম্পন্ন করেছে। ১৮ বছর বয়সী জায়েদ ১৩ বছর বয়স থেকে কুরআন মুখস্থ করার চেষ্টা চালাচ্ছিল, অবশেষে তা সম্পন্ন হয়েছে।
জায়েদ নিজেই কুরআন তেলাওয়াতের একটি ভিডিও ক্লিপ তার টুইটার একাউন্টে শেয়ার করে লিখেছেন, আল্লাহ তায়ালা রহমত-বরকত ও মা-বাপার দোয়ায় আমি পবিত্র কুরআন হেফজ করেছি। আমার দাদী, যার দোয়ার মাধ্যমে আজ আমি আমার লক্ষ্য পূরণ করতে পেরেছি, আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।
জায়েদের খালা মারইয়াম নওয়াজও ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লেখেন, আমি তোমাকে নিয়ে গর্ব করি জিায়েদ। তোমার দাদী জান্নাত থেকে নিশ্চয় আনন্দিত হয়েছেন।
গণমাধ্যমকে জায়েদ নওয়াজ বলেন, আমি বেশিরভাগ সময় সৌদি আরবে কাটিয়েছি। এখন লন্ডনে আমার পড়াশোনা সম্পন্ন করছি।  আমি গর্বিত যে, আমি হিফজ সম্পন্ন করেছি।
সূত্র: আওয়ার ইসলাম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়