Sunday, April 28

ক্যালিফোর্নিয়ায় উপাসনালয়ে হামলাকারীর পরিচয় প্রকাশ

 কানাইঘাট নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়াগোতে ইহুদি ধর্মাবলম্বীদের উপাসনালয় সিনাগগে বন্দুক হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে মার্কিন পুলিশ।

স্যান ডিয়াগো শেরিফের মুখপাত্র বিল গোর জানিয়েছেন, সন্দেহভাজন এ হামলাকারী হলেন ১৯ বছর বয়সী তরুণ জন আর্নেস্ট। তিনি একাই হামলাটি চালিয়েছেন। হামলা চালানোর সময় তার সঙ্গে আর কেউ ছিল না।- খবর জিনহুয়া নেট
তিনি আরো বলেন, হামলা চালানোর আগে অনলাইনে আর্নেস্টের প্রকাশিত একটি ঘোষণাপত্র পরীক্ষা করে দেখছে কর্তৃপক্ষ। সেটি আদৌ তার লেখা কিনা সত্যতা নিশ্চিত করতে তদন্ত করা হচ্ছে।
শনিবার সিনাগগে চালানো এ বন্দুক হামলায় একজন নিহত ও অন্তত তিন জন আহত হয়েছেন। সিনাগগটিতে সে সময়ে ইহুদীদের অন্যতম বড় উৎসব পাসওভার চলছিল। 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার ঘটনাকে ‘বিদ্বেষমূলক হামলা’ বলে অভিহীত করেছেন এবং এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। 
এছাড়াও তিনি দেশটির উপাসনালয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়