কানাইঘাট নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মরদেহ বাংলাদেশে পৌঁছাবে আজ (১২ এপ্রিল)।
মরদেহ বহনকারী বিমানটি রাত আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ বিমানযোগে নিথর দেহে দেশে ফিরবেন তারা।
২০১৮ সালের আগস্টে মালয়েশিয়া গিয়েছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ আল-আমিন (২৪)। আল-আমিনের মতো একই জেলার হাজীগঞ্জের সোহেলও (২৪) ২০১৮ সালের আগস্টে মালয়েশিয়া গিয়েছিলেন।
নোয়াখালীর চাটখীলের গোলাম মোস্তফা (২২) মালয়েশিয়া গিয়েছিলেন ২০১৮ সালের এপ্রিলে। অন্যদিকে কুমিল্লার লাকসামের মহিন (৩৭) মালয়েশিয়া গিয়েছিলেন ২০১৮ সালের আগস্টে।
এ ছাড়াও কুমিল্লার দাউদকান্দির রাজু মুন্সী (২৬) মালয়েশিয়া গিয়েছিলেন ২০১৮ সনের জুনে। ৭ এপ্রিলের দুর্ঘটনায় প্রাণ গেছে তারও।
প্রসঙ্গত, রবিবার (৭ এপ্রিল) একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এমএএস কার্গো, জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই ঘটনায় আরও ৩৪ বাংলাদেশি আহত হন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়