Thursday, April 11

দাদির পাশেই শায়িত নুসরাত

কানাইঘাট নিউজ ডেস্ক:

ফেনীর সোনাগাজীর উত্তর চর চান্দিনায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নুসরাত জাহান রাফি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাবের পাইলট স্কুলের মাঠে জানাজা শেষে দাদির কবরের পাশেই দাফন করা হয়েছে তাকে।
নুসরাতের জানাজা পড়িয়েছেন বাবা মাদরাসা শিক্ষক মাওলানা একেএম মুসা। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়।
এর আগে বিকেলে নিজ বাড়িতে পৌঁছে নুসরাতের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। এ সময় সোনাগাজী বাজার থেকে নুসরাতের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে ছিল আত্মীয়-স্বজন ও স্থানীয়দের ভিড়।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তরের পর সোনাগাজীর উত্তর চর চান্দিনার উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্সটি।
৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে একদল মুখোশধারী। পাঁচদিন পর বুধবার রাতে ঢামেকে মৃত্যু হয় তার। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে প্রধান আসামি করে মামলা করেছেন নুসরাতের ভাই।
সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়