Wednesday, April 3

কিয়া-হুন্দাই গাড়ির ইঞ্জিনে আগুনের ঘটনা তদন্তে যুক্তরাষ্ট্র

কানাইঘাট নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিয়া ও হুন্দাইয়ের ব্যাপারে দু’টি পৃথক তদন্ত শুরু করেছে। উভয় প্রতিষ্ঠানের তৈরি ৩ হাজার ১শ’র বেশি গাড়িতে আগুন ধরে ক্ষতির অভিযোগ পাওয়ার পর তারা এ তদন্ত শুরু করে। মার্কিন কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়। খবর এএফপি’র।

সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) জানায়, এসব ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর ও শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তদন্তের জন্য এ দুই কোম্পানির প্রায় ৩০ লাখ গাড়ি ডেকে পাঠানো হতে পারে। গত ২৯ মার্চ এ সংক্রান্ত তদন্তের কাজ এরই মধ্যে শুরু করা হয়েছে। এসবের মধ্যে ১৭ লাখ কিয়া অপটিমাস, সোরেন্টোস ও সোলস গাড়ি এবং প্রায় ১৩ লাখ হুন্দাই সোনাটাস ও স্যান্টা ফেস গাড়ি রয়েছে।
কিয়ার বিভিন্ন গাড়িতে আগুন ধরে একজনের মৃত্যু ও ৭৭ জন আহত হয়েছে। অপরদিকে হুন্দাইয়ের বিভিন্ন গাড়িতে আগুন ধরে ২৬ জন আহত হয়।
এএফপি’র পক্ষ থেকে এ ব্যাপারে জানতে চাইলে এ দুই গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়