Tuesday, March 12

কয়েক মিনিটেই মিলবে হজ ভিসা!

কানাইঘাট নিউজ ডেস্ক:
হজের সময় বাইরের দেশগুলো থেকে আসা বিপুলসংখ্যক মানুষের চাপ এড়াতে ইলেকট্রনিক ভিসা সহজলভ্য করতে যাচ্ছে সৌদি আরব। এতে দূতাবাসে দৌড়াদৌড়ি না করে কয়েক মিনিটের মধ্যেই মিলেবে হজ ও ওমরাহর ভিসা। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।
মন্ত্রণালয়ের উপদেষ্টা আবদুল রহমান শামসকে উদ্ধৃত করে আরব নিউজ জানায়, স্থানীয় এজেন্সি ও এজেন্টদের মাধ্যমেই দেশের বাইরের মুসলমানরা হজ ও ওমরাহর জন্য আসেন। তবে শুধু নিবন্ধিত এজেন্সি ও এজেন্টদের এই ইলেকট্রিক ভিসার সুবিধার আওতায় আনা হবে।
শামস জানান, নতুন এ সেবায় হাজিদের জন্য একটি ই-পোর্টাল থাকবে। যেখানে তারা প্যাকেজ অনুসারে হজের জন্য আবেদন করতে পারবেন।
তিনি বলেন, আমরা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি। পাসপোর্ট নিয়ে দূতাবাসে দৌড়াতে হবে না এবং অল্প কয়েক মিনিটেই ভিসার ফরম পূরণ করা সম্ভব হবে।
প্রতি বছর প্রায় কোটি মুসলমান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৌদি আরবের মক্কায় হজ করতে যান। ওমরাহ পালনকারীর সংখ্যাও প্রায় অর্ধলাখ। ভিশন-২০৩০ সালের উন্নয়ন যাত্রাকে সামনে রেখে হজ ও ওমরাহ পালনকারীদের ভিসা পেতে এমন সুবিধার সিদ্ধান্ত নিল মধ্যপ্রাচ্যের দেশটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়