Thursday, March 14

নারায়ণগঞ্জে বাসচাপায় রিকশাচালকের মুত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক:
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় কামাল হোসেন (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এসময় স্থানীয়রা বাস ও চালককে আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পুরাতন সড়কের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নৌবাহিনী ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল বরগুনা জেলার আমতলী থানার চন্দ্র গ্রামের শাহজাহানের ছেলে। তিনি ফতুল্লার আলীগঞ্জ কাজিপাড়া এলাকায় বসবাস করে স্থানী সাসুদের অটোরিকশা ভাড়ায় চালান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, ঢাকাগামী ঢাকা মেট্রো- ব ১১-৪০৪২ নম্বরের একটি বাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন নিহত হন। এসময় বাসসহ চালক রবিউল আওয়ালকে আটক করে স্থানীয়রা পুলিশে দিয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়