Sunday, March 10

কানাইঘাটে নারী উন্নয়ন মেলা সম্পন্ন

কানাইঘাট নিউজ ডেস্ক:
'সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো' এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত কানাইঘাটে দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। 

গত শনিবার সকাল ১১ টায় র‌্যালি পরবর্তী প্রশাসন চত্বরে নারী উদ্যোক্তাদের পণ্যসামগ্রী নিয়ে দুইদিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মরিয়ম বেগম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে মেলার স্টল ঘুরে দেখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) জেসমিন আক্তার, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কবির আহমদ, সূচনা প্রকল্পের অফিসার আবু সায়িদ, সদর ইউপির মহিলা সদস্যা জয়তুন নেছা সহ উপজেলা নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ ও এনজিও কর্মী ও নারী উদ্যোক্তারা।

কানাইঘাট নিউজ ডটকম/ডেস্ক/১০মার্চ ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়