কানাইঘাট নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাতির দ্বারা আক্রান্ত হয়ে মনিলাল দেবনাথ (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই নিহতের ঘটনা ঘটে। নিহত দেবনাথ শ্রীমঙ্গ উপজেলার গন্ধর্বপুর গ্রামের মঞ্জু দেবনাথের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাতিটির মাউত হাতিটিকে মনিলালের বাড়ির পাশে দুই পায়ে শিকল দিয়ে বেঁধে বাজারে চা পান করতে যান। ওই সময় মনিলাল হাতিটিকে দেখতে গেলে হাতি সুর দিয়ে টেনে নিয়ে তাকে আছড় মারে। পরে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতির দ্বারা আক্রান্ত হয়ে মনিলালের নিহতের খবর পেয়ে অজ্ঞাত মাউত বাজার থেকেই পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, মনিলাল মৌলভীবাজারে একটি মুদি দোকানে চাকরি করতেন। চাচাতো বোনের বিয়েতে বাড়ি এসেছিলেন তিনি। আর এই সময়েই তার নিহতের ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: মোনায়েম বলেন, খবর পেয়ে রাতেই আমরা ওই গ্রামে যাই। তবে এই হাতির মালিক কে এখনও তারা জানা যায়নি।
গ্রামের এক বাসিন্দা জানায়, কথা প্রসঙ্গে মাউত তাকে বলেছিলো সে কুলাউড়া থেকে এসেছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়