Friday, March 1

কানাইঘাটে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টায় কানাইঘাট উত্তর বাজারে নৌকার অফিস উদ্বোধনকালে চেয়ারম্যান প্রার্থী মুমিন চৌধুরী সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক, বাজারের ব্যবসায়ী সহ নানা শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়া নৌকার প্রার্থী মুমিন চৌধুরী নির্বাচনী এলাকায় সভা সমাবেশ, মতবিনিময় গণসংযোগ অব্যাহত রেখেছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শুক্রবার বাদ জুমা’আ ডালাইচর জামে মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ভোটারদের সাথে মতবিনিময় করেন। 

এছাড়া তিনি সুতারগ্রাম, গোসাইনপুর এলাকায় গণসংযোগ এবং সাতবাঁক ইউনিয়নের ভবানীগঞ্জ ও লোভারমুখ বাজারের আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
কানাইঘাট নিউজ ডটকম/০১ মার্চ ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়