Friday, March 1

কানাইঘাটে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ শাকিরের নির্বাচনী কার্যালয় উদ্বোধন


কানাইঘাট নিউজ ডেস্ক::

কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল্লাহ শাকিরের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাট উত্তর বাজারে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। 

নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে সর্বস্তরের জনগণের প্রতি আলেম-উলামা সমর্থিত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ শাকিরের ‘চশমা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী।

প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, কানাইঘাট মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, মাও.আব্দুল হক্ব গৌবিন্দপুরী, বৃহত্তর জৈন্তার বিশিষ্ট মুরব্বী আব্দুল হেকিম , বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসাইন চতুলী, কাউন্সিলার ইসলাম উদ্দিন, মাও. আব্দুল কাদির, মাও. আজির উদ্দীন, মাও. রশিদ, মাও. শিব্বির আখতার, সুবেদার আফতাব উদ্দীন, ফয়াজ উদ্দীন, রশিদ মেম্বার, মাও. জামাল, মাও.আব্দুল কাহির, মাও.নুরুল ইসলাম নোমানী, মাও. যুবায়ের, মাও. হারিছ, মাও.আব্দুল আজিজ, মাও. বদরুল ইসলাম, মাও. আমিন, মাও. সুফিয়ান হামিদী, মাও. আসআদ, মুহাম্মদ জুনায়েদ শামসী, মারুফ জাকির, মো. রায়হান, মাও. শাহাবুদ্দীন, হা. ফয়সল, মুহা. বুরহান প্রমূখ।

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/১মার্চ ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়