Tuesday, March 12

সৌদিতে সন্তানকে রেখেই ফ্লাইটে উঠে যায় মা, বিমানের জরুরি অবতরণ

কানাইঘাট নিউজ ডেস্ক:
সন্তানকে ফ্লাইটে নিতে ভুলে যাওয়ার কারণে উড্ডয়নের পর আবার বিমানবন্দরে ফিরে এসেছে সৌদি আরবের একটি বিমান। সম্প্রতি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া এসভি৮৩২ ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে।
সৌদির গণমাধ্যমের উদ্বৃতি দিয়ে ডেইলি মেইল এর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে ওঠার পর ওই নারী যখন বুঝতে পারলেন তার সন্তানকে টার্মিনালে রেখে এসেছেন, তখন তিনি বিমানের ক্রুদের বিষয়টি জানিয়েছেন। পাইলট তখন জেদ্দায় ফিরে আসতে বিমানের ট্রাফিক কন্ট্রোলারদের কাছ থেকে অনুমতি চেয়েছিলেন।
এ ঘটনার একটা ভয়েস রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে। যা দেখে বোঝা যায় কীভাবে বিমানের কর্মীরা সংকট মোকাবেলা করার চেষ্টা করেছিল।
‘আল্লাহ আমাদের সহায় হউন। আমরা কী ফিরতে পারি?’ এয়ার ট্রাফিক কন্ট্রোলার অপারেটরদের সঙ্গে পাইলটের এমন কথোপকথন শোনা যায়।
এ সময় একজন কন্ট্রোলার তার সহকর্মীকে বলেন, ‘এই ফ্লাইটটি ফিরে আসার অনুরোধ করছে। একজন যাত্রী ভুলে তারা সন্তানকে ফেলে এসেছে।’ এরপর বিমানটি অবতরণ করা হয়। তবে এমন কাজের জন্য বিমানটির পাইলটকে প্রশংসা ভাসাচ্ছেন অনেকেই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়