নিজস্ব প্রতিবেদক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর সমর্থনে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় স্থানীয় সুরইঘাট বাজারেএ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক মেম্বারের সভাপতিত্বে ও স্বেচ্ছা সেবকলীগ নেতা নুরুল আম্বিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান, প্রার্থী মুমিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সদস্য এ্যাডঃ ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক যথা ক্রমে রফিক আহমদ, উপাধ্যক্ষ লোকমান হোসেন, লক্ষী প্রসাদ ইউপির সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, এ্যাডঃ আব্দুস সাত্তার, এ্যাডঃ মামুন রশিদ, ফখর উদ্দিন শামীম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাবেক ছাত্রনেতা ফজলুর রহমান, সিলেট এমসি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এম তাজিম উদ্দিন, যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সারওয়ার কবির, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, সাইফুল আলম, বুরহান উদ্দিন মহরি, তাজ উদ্দিন, শরীফ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী সহ উপজেলা ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের ঘাটি লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের ভোটার সকল ধরনের ষড়যন্ত্র কে উপেক্ষা করে ১৮ মার্চের নির্বাচনে সৎযোগ্য নিষ্ঠাবান মুমিন চৌধুরীকে নৌকা মার্কায় দলমতের উর্ধ্বে উঠে বিপুল ভাবে ভোট দিয়ে বিজয়ী করে কানাইঘাটের উন্নয়নের ধারা কে এগিয়ে নিবেন।
চেয়ারম্যান প্রার্থী মুমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। নৌকা প্রতীক পরাজিত হলে শেখ হাসিনা পরাজিত হবেন আর নৌকা বিজয়ী হলে শেখ হাসিনা বিজয়ী হবেন। যারা দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে প্রার্থী হয়েছেন তারা জাতির জনকের আদর্শকে লালন করেন না এরা খন্দকার মোস্তাকের দুষর। তিনি ষড়যন্ত্রকারীদের দাঁত ভাংগা জবাব দিয়ে নৌকাকে বিজয়ী করতে দলের নেতাকর্মী সহ সর্বস্তরের ভোটার আজ ঐক্যবদ্ধ হয়েছেন। নৌকার বিজয় ইনশাআল্লাহ হবে। সভা শেষে মুমিন চৌধুরী ও দলের নেতৃবৃন্দ সুরইঘাট বাজারে অবস্থিত ইউপি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যালয়ের উদ্বোধন করেন এবং বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।
কানাইঘাট নিউজ ডটকম/২৬ ফেব্রুয়ারি ২০১৯ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়