কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজধানীর চকবাজারের চুরিহাট্রায় ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮-এ দাঁড়িয়েছে। দগ্ধসহ আহত অর্ধশতাধিক। এই সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় তিনি নিজের শোকের কথা জানান তিনি।
মমতা বলেন, বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় খুবই মর্মাহত হলাম। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরগ্য কামনা করছি।
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই ঘটনায় আহত শ্রমিকদের সংখ্যা অর্ধশতাধিক নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা ও আহত প্রত্যেককে চিকিৎসার জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রণালয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়