Monday, February 11

আন্তর্জাতিক স্টুডেন্ট ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্বে সিলেটের রাশেদ

মাহবুব এ রহমানঃ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফেস্টিভ্যাল ইন টরন্ডহেম'১৯ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সিলেটের আবদুল্লাহ আল রাশেদ।

তার বাড়ি সিলেট শহরের ভার্থখলায়। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষে। আন্তর্জাতিক এ স্টুডেন্ট ফেস্টিভ্যালে এ বছর ১৫০ টি দেশের ৪৯৯ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। 

প্রতি একবছর পরপর নরওয়ের টরন্ডহেম শহরে আয়োজিত হয় এ ফেস্টিভ্যাল। এবারের ফেস্টিভ্যালের থিম মাইগ্রেশন। এতে মোট ১৯ টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। . ৭-১৭ ফেব্রুয়ারি চলা এবারের ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ১০ জন শিক্ষার্থী। 'ন্যাচারাল ডিগ্রেশন'র উপর ওয়ার্কশপে অংশ নিয়েছেন রাশেদ। 

রাশেদ জানান, আন্তর্জাতিক এ ফেস্টিভ্যালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। খুবই ভালো লাগছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ছাত্রদের সামনে নিজের দেশকে উপস্থাপন করতে পারা গর্বের বিষয়। তাছাড়া রোহিঙ্গা সমস্যা। বাংলাদেশে উপর বিরুপ প্রভাব। ফেস্টিভ্যালে সাধ্যমত রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বলার চেষ্টা করেছি । পাশাপাশি ভবিষ্যৎ এবং বর্তমান সমস্যাদি তুলে ধরবো।

কানাইঘাট নিউজ ডটকম/১১ ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়