Sunday, February 10

বর্ণাঢ্য আয়োজনে কানাইঘাটে সরস্বতী পূজা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কানাইঘাট সরকারি কলেজ প্রাঙ্গণে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে পূজা উপলক্ষ্যে কলেজে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ কলেজে শিক্ষক শিক্ষার্থীরা।
পূজার সার্বিক কার্যক্রম তদারকি করেন, কলেজের অধ্যক্ষ শামসুল আলম ও উপাধ্যক্ষ লোকমান হোসেইন, কলেজ পূজা পরিষদের সভঅপতি অধ্যাপক পান্ডব চন্দ্র মজুমদার, অধ্যাক হিমাংশু রঞ্জন দাস, অধ্যাপক প্রশান্ত কুমার দাস, প্রভাষক রাজেশ কান্তি দাস, বীণা সরকার, রাখাল চন্দ্র বৈষ্ণব প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে পূজার সার্বিক কার্যক্রমে অংশ নেন, কলেজ পূজা পরিষদের সাধারণ সম্পাদক অজয় দাস, সহ সাধারণ সম্পাদক শিপন মালাকার, সুইটি চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চন্দ্র চন্দ, অনুন্ময় বিশ্বাস, শুবজিত রায়, হৃদয় মালাকার, রনি দাস, সুমন দাস, দোলন দেবনাথ প্রমুখ। এছাড়াও উপজেলার কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
কানাইঘাট নিউজ ডটকম/১০ ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়