কানাইঘাট নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলামের বোন আওয়ামী লীগের প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, একক প্রার্থী হওয়ায় সৈয়দা জাকিয়া নূর লিপিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার গণতন্ত্রী পার্টির ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন প্রার্থিতা প্রত্যাহার করেন। আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় লিপিকে নির্বাচিত ঘোষণা করা হয়।
সৈয়দা জাকিয়া নূর লিপি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।
গত ৩ জানুয়ারী থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফ। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়