Tuesday, February 19

কানাইঘাটে পোস্ট ই-সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা পোস্ট অফিসের পোস্ট ই-সেন্টারের উদ্যোগে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পল্লী উন্নয়ন ভবনে ডিপ্লোমা ইন সফ্টওয়্যার-হার্ডওয়্যার এপ্লিকেশন কোর্স সম্পন্নকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পোস্ট ই-সেন্টারের পরিচালক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক খাইরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের ডেপুটি পোস্ট মাষ্টার মুহাম্মদ মোজাম্মেল হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগী কর্মকর্তা রুহেল আহমদ, কানাইঘাট পোস্ট অফিসের পোস্ট মাষ্টার হরিমোহন সিনহা, কানাইঘাট থানার এসআই ইসমাইল হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ, নিউজ চেম্বার এর সম্পাদক তাওহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক শাহীন আহমদ, সাংবাদিক সুজন চন্দ অনুপ। 

অনুষ্ঠান শেষে ৮৭ জন প্রশিক্ষনার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন অতিথি বৃন্দ।

সিলেট বিভাগের ডেপুটি পোষ্ট মাস্টার মুহাম্মদ মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, সারাদেশের পোস্ট ই-সেন্টারের মাধ্যমে ডাক বিভাগের উদ্যোগে দেশের বেকার জনগোষ্ঠি ও শিক্ষার্থীদের স্বল্প মূল্যে সব ধরনের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে করে ডিজিটাল নির্মানে দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে। তিনি পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদান সহ অনেক যুগান্তকারী সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আজ যারা সনদ পেয়েছেন একদিন তারা একেক জন দক্ষ মানব সম্পদে পরিণত হবেন।

কানাইঘাট নিউজ ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০১৯ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়