নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে চোরাকারবারীদের বিরুদ্ধে বিজিবি পৃথক দু’টি মামলা দায়ের করেছে। গত মঙ্গলবার বাংলাদেশ বর্ডারগার্ড সুরইঘাট বিজিবি ক্যাম্পের সুবেদার সুরত আলী বাদী হয়ে এ দু’টি পৃথক মামলা দায়ের করেন।
এ মামলায় সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে দায়ের করা মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় শতাধিক লোকজনকে আসামী করা হয়েছে।
এছাড়াও ২১ কার্টুন বিদেশী সিগারেটের চালান জব্দ করার ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার চোরাচালান আটক করতে গিয়ে চোরাকারবারীদের সঙ্গে বিজিবির গুলিতে সিরাজ উদ্দিন নামের এক কিশোর নিহত হয়। তবে নিহত কিশোর সিরাজ উদ্দিনের পরিবারের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
কানাইঘাট নিউজ ডটকম/২৩ জানুয়ারি ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়