কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়াম লিগ টুর্নামেন্ট (বিপিএল) উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেছে টিভিএস অটো বাংলাদেশ। এই অফারের আওতায় চারটি মডেলের মোটরসাইকেলের দাম ৩ থেকে ৬ হাজার টাকা কমানো হয়েছে।
বিপিএল অফারে দাম কমেছে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০, স্ট্রাইকার, মেট্রো প্লাস এবং এক্সেল।
অফারে ১৬০ সিসির আরটিআর মডেলটির সিঙ্গেল ডিস্ক ব্রেক ভার্সন বিক্রি হচ্ছে ১ লাখ ৬৮ হাজার ৯০০ টাকায়। ডাবল ডিস্ক ব্রেক ভার্সনের এখনকার দাম ১ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা। স্ট্রাইকারের বর্তমান দাম ১ লাখ ১৭ হাজার ৯০০ টাকা। মেট্রো প্লাস ড্রাম ভার্সন এখন পাওয়া যাবে ১ লাখ ৩ হাজার ৯০০ টাকায়। একই মডেলের ডিস্ক ব্রেক ভার্সনের বর্তমান মূল্য ১ লাখ ১০ হাজার ৯০০ টাকা। এন্ট্রি লেভেলের টিভিএস বাইক এক্সএল মডেলটি এখন বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৯০০ টাকায়।
এ অফার সম্পর্কে টিভিএস অটো বাংলাদেশের বিক্রয় কর্মকর্তা নাদিম মাহমুদ বলেন, ‘দেশে চলছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। এই উপলক্ষে টিভিএস অটো বাংলাদেশ চারটি মডেলে বিশেষ এ ছাড় দিয়েছে। মডেলভেদে তিন থেকে ছয় হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা’।
১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অফার চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়