নিজস্ব প্রতিবেদক:
চোরাকারবারীদের কাছ থেকে বিদেশী সিগারেটের চালান আটকের সময় সৃষ্ট ঘটনায় কানাইঘাট সুরাইঘাট বিজিবি ক্যাম্পের জওয়ানদের গুলিতে চতুর্থ শ্রেণির ছাত্র সিরাজ উদ্দিনের নির্মম হত্যার সুষ্ঠু নিরপেক্ষ বিভাগীয় তদন্তের দাবীতে কানাইঘাট বাজারে সচেতন সমাজের ব্যানারে এক প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ২টায় কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে আধাঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ক্ষমতাসীন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে সিরাজ উদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। তারা বলেন, গত সোমবার কানাইঘাটের সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকায় চোরাকারবারীদের সাথে বিজিবির সংঘর্ষের সময় বিজিবি জওয়ানরা চোরাচালান আটক করতে গিয়ে নিরাপরাধ কিশোর সিরাজ উদ্দিনকে গুলি করে হত্যা করে, যা অত্যন্ত নির্মম। এ ঘটনায় তারা তীব্র নিন্দা জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি চোরাকারবারী চক্রকে চিহ্নিত করার দাবী জানান। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন। উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আফজাল হোসেন রিজভী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, উপজেলা যুবলীগের অন্যতম নেতা খাজা শাহীন, জেলা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান অপন, উপজেলা তৃণমূল ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির তারেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কানাইঘাট পৌর তৃণমূূল ছাত্রলীগের সভাপতি ইয়াহিয়া ডালিম, সাধারণ সম্পাদক আশফাক হোসেন, কলেজ তৃণমূল ছাত্রলীগ সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী সহ যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ এবং কানাইঘাটের সচেতন নাগরিকবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/২৩ জানুয়ারি ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়