Tuesday, December 18

কানাইঘাটে বৃষ্টি উপেক্ষা করে লাঙ্গলের সমর্থনে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন গত ২দিন থেকে কানাইঘাটে ব্যাপক নির্বাচনী সভা সমাবেশ ও গণসংযোগ করেছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে সেলিম উদ্দিন এমপি পুণরায় কানাইঘাট-জকিগঞ্জের অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়ন এবং উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শান্তির প্রতীক লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গত সোমবার কানাইঘাটের মমতাজগঞ্জ, দনাবাজার,  সুরমা বাজার, মূলাগুল পুরান বাজার, মূলাগুল নয়া বাজার, সুরাইঘাট বাজারে নির্বাচনীয় সমাবেশ ও সর্বস্তরের ভোটারদের সাথে ব্যাপক গণসংযোগ করেন।

এছাড়া সেলিম উদ্দিন আজ মঙ্গলবার গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজাগঞ্জ বাজার ও কানাইঘাট বাজারে গণসংযোগ ও লাঙ্গল মার্কার সমর্থনে পথসভায় বক্তব্য রাখেন। পৃথক এসব নির্বাচনী সভা-সমাবেশে ও গণসংযোগকালে তার সাথে সিলেট জেলা ও কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা জাতীয়পার্টি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কানাইঘাট নিউজ ডটকম/১৮ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়