কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সিলেটে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকাল থেকে তাদের মোতায়েন করা হয়েছে।
সিলেট জেলার ৬টি নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মোতায়েন করা হয়েছে।
সিলেট জেলায় মঙ্গলবার থেকে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে বলে সিলেটভিউকে জানিয়েছেন ৪১ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল সাঈদ।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে একাদশ সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে ও নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়