Sunday, December 2

সিলেট-৫ আসনে যেসব কারণে বাতিল হলো ৫ প্রার্থীর মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিরোধী দলীয় হুইপ বর্তমান সাংসদ সেলিম উদ্দিন সহ মোট ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

রবিবার (০২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসার কাজী এমদাদুল হক পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয় সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে।

জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

এদের মধ্যে বর্তমান সাংসদ জাতীয় পার্টির সেলিম উদ্দিনের মনোনয়ন বাতিল হয় হলফনামায় স্বাক্ষর না থাকায়। এছাড়া বিদ্যুতবিল খেলাপির জন্য ইসলামী ঐক্যজোটের প্রার্থী এম এ মতিন চৌধুরী, বিদ্যুতবিল ও ঋণখেলাপির দায়ে ইসলামী আন্দোলনের নূরুল আমিনের, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আহমদ আল ওয়ালীর এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী ফয়জুল মুুনীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।



কানাইঘাট নিউজ ডটকম/০২ ডিসেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়