নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের আওয়ামী লীগ সমর্থিত নব নির্বাচিত সাংসদ বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ আহমদ মজুমদার নির্বাচনের দিন ও পরবর্তী সহিংসতায় বিরোধী জোটের নেতাকর্মীদের হাতে আহত আওয়ামী লীগের নেতাকর্মীকে দেখতে গেছেন।
সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান হাফিজ আহমদ মজুমদার।
এসময় তাঁর সাথে ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকামান আহমদ, কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
নব নির্বাচিত সাংসদ হাফিজ মজুমদার নির্বাচনী সহিংসতায় আহত দলীয় নেতাকর্মীদের শান্তনা প্রদান করে বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের জন্য সব কিছু করা হবে। তিনি সবাইকে সহিংসতা পরিহার করে কানাইঘাটে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান। পরে তিনি কানাইঘাট বাজারে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কানাইঘাট নিউজ ডটকম/৩১ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়