Thursday, December 20

কানাইঘাটে মতিন চৌধুরীর সমর্থনে পথসভা

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাটের চতুল বাজারে ইসলামী ঐক্যজোট বাংলাদেশের প্রার্থী এম এ মতিন চৌধুরীর সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ পথসভায় ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা রফিক বিন সিকন্দর সভাপতিত্বে ও লন্ডন প্রবাসী অাবুল হাসান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট-৫ আসনে ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মনোনীত মিনার প্রতীকের প্রার্থী এম এ মতিন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অাহমেদ অাল কবির,শিক্ষাবিদ ইমদাদুর রহমান চৌধুরী, মুহিব মিয়া, খলিল মিয়া, নজমুল ইসলাম, ওয়াজিদ আহমেদ, বাচ্ছু মিয়া, বিলাল আহমেদ, ফয়জুল হক, আব্দুল মুকিত, মাসুমসহ ইসলামী ঐক্যজোট বাংলাদেশর নেতৃবৃন্দ। সভায় বক্তারা ইসলামী ঐক্যজোট বাংলাদেশর প্রার্থীকে বিজয়ী করতে জকিগঞ্জ কানাইঘাটের সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়