কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট-৫ আসনে বিএনপি-ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রার্থী জমিয়ত নেতা মাওলানা উবায়দুলাহ ফারুক বলেছেন, ৩০ ডিসেম্বর ভোর থেকে গভীর রাত পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে পাহারা দিতে হবে। জনগণের রায়কে অশুভ শক্তি ছিনিয়ে নিতে পারে। সেদিকে সবাই সর্তক থাকতে হবে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। নেতাকর্মীরা দায়িত্বশীল হলে কোন ষড়যন্ত্রই জনগনের রায়কে ঠেকাতে পারবেনা। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষকে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ শহরে ধানের শীষের প্রধান নিবার্চনী কার্যালয়ে ধানের শীষ সমর্থক ফ্রন্ট জকিগঞ্জ কর্তৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধানের শীষ সমর্থক ফ্রন্টের আহবায়ক ও উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক এবং ধানের শীষ সমর্থক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুর রহমান, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর, সিলেট জেলা বিএনপির সদস্য, ধানের শীষ সমর্থক ফ্রন্টের সমন্বয়ক পৌর কাউন্সিলর রিপন আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা বিলাল আহমদ ইমরানসহ বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ। কর্মী সভা শেষে জকিগঞ্জ পৌর শহরে গণসংযোগ করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়