কানাইঘাট নিউজ ডেস্ক:
অনেকের নখ বা কুনি দেবে যাওয়ার সমস্যা হয়। এতে ব্যথা ও অস্বস্তি তৈরি হয়। কিছু পদক্ষেপ গ্রহণ করলে এ সমস্যা সমাধান করা যায়। এ বিষয়ে এনটিভি অনলাইনে বিস্তারিত লিখেছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সজল আশফাক।
কী করবেন
.প্রথমত, নখটি অস্ত্রোপচার করে ফেলে দিতে হবে। তা না হলে মাঝেমধ্যে আঙুলটি ব্যথা করবে, পুঁজ হবে।
.পুঁজ হলে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। কাজেই চিকিৎসকের পরামর্শ নেওয়াই জরুরি।
.অস্ত্রোপচার করে তুলে ফেলা নখটির হিস্টোপ্যাথলজি পরীক্ষা করাতে হবে রোগের কারণ জানার জন্য।
.পুরোনো স্থানে নতুন নখ সুস্থভাবেই উঠবে।
কী করবেন না
.অযথা ভয়ে আক্রান্ত হয়ে মরা নখটি শরীরে ধারণ করে রাখার চেষ্টা করে সমস্যাকে জটিল করবেন না।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়