Wednesday, October 31

কানাইঘাট ভূমি অফিসে নামজারির আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই)প্রকল্পের আওতায় অাগামীকাল ১ নভেম্বর থেকে দেশের সকল উপজেলা ভূমি অফিসে অনলাইনে জমির নামজারির আবেদন বাধ্যতা মূলক করা হয়েছে।

কানাইঘাট উপজেলা ভূমি অফিসে এখন থেকে জমির যাবতীয় নামজারির আবেদন অনলাইনে সেবা প্রাপ্তিদের করতে হবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং জানিয়েছেন। 

তিনি বলেন, এ সংক্রান্ত নোটিশ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে টানানো হয়েছে। ১ নভেম্বর থেকে উপজেলা ভূমি অফিসে নামজারির কোন ম্যানুয়েল ও হাতের লেখা আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনের মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করার জন্য জমির নামজারির আবেদন উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে আবেদন কারীরা করতে পারবেন। 

এজন্য ইতোমধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের আমরা প্রশিক্ষণ দিয়েছি। 

কানাইঘাট নিউজ ডটকম/৩১ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়