নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৭৪৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন জাপা নেতা সিরাজুল হক।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্ডে মোট তিন জন প্রার্থী প্রতিদন্দ্বীতা করেন।নির্বাচনে ১৭৪১জন ভোটারের মধ্যে মোট ভোট প্রদান করেন ১১০৭ জন ভোটার। এর মধ্যে ৭৪৩ ভোট পেয়ে মোরগ প্রতীক নিয়ে সিরাজুল হক জয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বী যুবলীগ নেতা সুবোধ বিশ্বাস বাবুল তালা প্রতীক নিয়ে ২৯৮টি ভোট পেয়েছেন।
উল্লেখ্য,গত ৪আগস্ট এই ওয়ার্ডের চার বারের নির্বাচিত ইউপি সদস্য আলা উদ্দিনের মৃত্যুর পর পদটি শূন্য হয়।
এদিকে ইউপি সদস্য পদের উপ-নির্বাচনে জাপা নেতা সিরাজুল হক বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাপা নেতা কিউ.এম ফররুখ আহমদ ফারুক।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়