Friday, September 28

সাংবাদিক বুলবুলের মেয়ে ইতি‘র শুভ বিবাহ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য,এনটিভির সিলেটের ব্যুরো চীফ,সিলেট ইমজার সাবেক সভাপতি এডভোকেট ময়নুল হক বুলবুলের মেয়ে হালিমা বেগম ইতি‘র সাথে মজুমদারপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী সাহেদ কাইয়ুম খানের পুত্র সাহেদ সায়িখ খানের শুভ বিবাহ অনুষ্ঠান আজ শুক্রবার সিলেট গুলশান পার্টি সেন্টারে সম্পন্ন হয়েছে। উক্ত শুভ বিবাহ অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও পেশাজীবি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় বিএনপি নেতা ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসেইন, জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সহ-সভাপতি কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক ইমরান আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট সদর ইউপি আওয়ামী লীগের আহবায়ক হোসেন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আলী আকবর চৌধূরী কুহিনুর, কানাইঘাট দলিল লেখক সমিতির সভাপতি আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য কাওছার আহমদ প্রমুখ।

কানাইঘাট নিউজ ডটকম/২৮সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক