Monday, September 24

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

কানাইঘাট নিউজ ডেস্ক:
টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের এ্যালোংজানী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে ছিলিমপুরের নয়াপাড়ায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে আগত নৌকা ‘ছোয়া তরী, 'হীরার তরী', 'বাবা মায়ের দোয়া', দাদানাতী' নাছির উদ্দিন ভাতকুড়া', 'ইসমাইল হোসেন ভূষণ্ডি' এবং ৬০ হাত একটি কলার ভেলাসহ প্রায় ২১টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ভূয়াপুর উপজেলার যমুনার চরের বাইচ দল 'হীরার তরী' প্রথম, উপজেলার গ্রামাটিয়ার 'ইসমাইল হোসেন' দ্বিতীয়, ও সদর উপজেলার 'ইন্তাজ আলীর নৌকা' তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ সকল বিজয়ীদেরকে টেলিভিশন, ডেসকি, ও কলসি দিয়ে পুরস্কৃত করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ হাবিজুর রহমান হাবেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার সার্কেল রেজাউল করিম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, দেউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কৃষক আব্দুল গফুর বেপারী, ছিলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসমত আলী, আটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিকসহ নৌকা বাইচ পরিচালনা কমিটির নুরুল ইসলাম নুরু প্রমুখ।

--বিডি লাইভ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়