Tuesday, September 11

কানাইঘাটে অটোরিকশার ধাক্কায় ছাত্রী আহত, সড়ক অবরোধ,গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট দূর্গাপুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির এক ছাত্রী আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে অটোরিকশা সিএনজি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে স্কুলের সামনের চতুল-দরবস্ত সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহত ৮ম শ্রেণির ছাত্রী নাদিয়া আঞ্জুম দিনা কে যে সিএনজি গাড়ি ধাক্কা দিয়ে আহত করেছে সেই চালক সহ দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্ররা রাস্তা অবরোধ তুলে নেয়। পরে পরিস্থিতি শান্ত হলে স্কুল মিলনায়তনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিবাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের নিয়ে ওসি আব্দুল আহাদ বৈঠক করেন। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন আজ মঙ্গলবার ক্লাসের টিফিন বিরতির সময় বেলা দেড়টার দিকে ৮ম শ্রেণির ছাত্রী নাদিয়া আঞ্জুম দিনা স্কুলের অদূরে অবস্থিত তার বাড়ীতে খাবার খেয়ে পায়ে হেটে রাস্তা দিয়ে স্কুলে ফিরছিল। চতুল বাজার সংলগ্ন খেলার মাঠে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা দুটি যাত্রীবাহী অটোরিকশা সিএনজি গাড়ি দ্রুত গতিতে ওভারটেক করার সময় একটি সিএনজি গাড়ির ধাক্কায় রক্তাক্ত আহত হয় নাদিরা আঞ্জুম দিনা। তার ঘাড়ের একটি হাড় ভেঙ্গে গেছে। এ দুর্ঘটনার খবর স্কুলে ছড়িয়ে পড়লে কয়েকশত শিক্ষার্থীরা রাস্তায় অবরোধ করে যাত্রীবাহী বাস (সিলেট-থ-১১-৮৩৬) নং বাস ভাংচুর করে। এতে ৪জন যাত্রী আহত হন। শিক্ষার্থীরা অটোরিকশা সিএনজি গাড়ির চালকদের খুঁজতে থাকলে চতুল বাজার স্ট্যান্ড থেকে সব ধরনের যানবাহন নিয়ে চালকরা নিরাপদে চলে যান। আহত শিক্ষার্থী নাদিরা আঞ্জুম দিনাকে সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্কুলের সহকারী শিক্ষক মামুন রশিদ ‍"কানাইঘাট নিউজকে"  জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। 

কানাইঘাট নিউজ ডটকম/১১সেপ্টম্বর২০১৮ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়