Wednesday, September 5

কানাইঘাটে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ শুক্রবার থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব-১৭) এর কানাইঘাট উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী শুক্রবার (৭ সেপ্টেম্বর)। কানাইঘাট সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ফুটবল একাদশ অনুর্ধ্ব-১৭ অংশগ্রহণ করবে। টুর্নামেন্টে সফল করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৪টায় সর্ব শেষ টুর্নামেন্টের আয়োজনের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে নিয়ে নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তানিয়া সুলতানার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকতা তরিকুল হোসেনের পরিচালনায় সভায় উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় সংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সরকারী কর্মকর্তা এবং খেলার সাথে জড়িত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় টুর্নামেন্ট সফল ও উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ৫টি কমিটি করার পাশাপাশি প্রচার ও মিডিয়া কমিটি গঠন করা হয়। 

কানাইঘাট নিউজ ডটকম/০৫সেপ্টেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক