কানাইঘাট নিউজ ডেস্ক:
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নেবেও বলে জানান তিনি।
আজ বুধবার (১ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, তাদের দাবিগুলোর সবই যৌক্তিক। তাদের দাবিগুলি আমরা আমলে নিয়েছি এবং সবগুলি দাবি পূরণের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল ফিটনেসবিহীন এবং রুট পারমিট ও লাইসেন্সবিহীন গাড়ি যাতে না চালাতে পারে তার জন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে। এ ব্যাপারে আজকের বৈঠকে আমরা সবাই একমত হয়েছি।
মন্ত্রী বলেন, আমরা লাইসেন্সবিহীন বা অবৈধ কোনো গাড়ি রাস্তায় চলতে দেব না। তিনি বলেন, আমাদের আইনশৃঙ্খলাবাহিনীর যাকেই সন্দেহ হবে তাকেই তারা চ্যালেঞ্জ করবেন। তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে না পারেন তাহলে সেখানেই ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের সমবেদনা দেশব্যাপী পৌঁছেছে। আমরাও সমব্যথী। তোমাদের দাবি সবই মানা হয়েছে। যারা ঘাতক, যারা অন্যায় করেছে, আইন অনুযায়ী, যাতে তারা সর্বোচ্চ শাস্তি পায় সেই ব্যবস্থাই আমরা করছি।
দুপুর দুইটার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের ইস্যুতে বাস মালিক-শ্রমিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠকে বসেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
Wednesday, August 1
এ সম্পর্কিত আরও খবর
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও স্বর্ণের চালান জব্দ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায়
সিলেটে ৮৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দসিলেট ও সুনামগঞ্জের সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে ৮৪ লক্ষ টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। স
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ২০১৫ সালে রাজধানীর কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে
যাত্রাবাড়ীর সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহিদ সোহরাওয়
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ম
হঠাৎ কেন বাড়ল ওষুধের দাম * নিয়ম মানে না বেশিরভাগ কোম্পানি* কাঁচামাল ও ডলারের দাম বৃদ্ধির অজুহাত* ছোট দেশ থেকে কাঁচামাল
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়