Wednesday, August 1

বৈঠকের পর যা বললেন শাজাহান খান

কানাইঘাট নিউজ ডেস্ক: পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার যে ব্যবস্থা নেবে সেটাতে মালিক এবং শ্রমিক সংগঠনগুলো সহায়তা করবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার (০১ আগস্ট) সচিবালয়ে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে তিন মন্ত্রীর বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেন। এরপর এক সাংবাদিক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রশ্ন করেন, আপনি এখানে (এই বৈঠকে) কেন এসেছেন এবং কি নির্দেশনা পেয়েছেন? নৌমন্ত্রীকে থামিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি এই কারণে যে, পরিবহন শ্রমিক সংগঠনের তিনি নেতৃত্ব দেন।’ নৌমন্ত্রী বলেন, ‘আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছি। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাতে সহায়তা করবো। মালিক এবং শ্রমিকরা যৌথভাবে তাকে সহায়তা করবো। আর আমরা চাচ্ছি যেন আইনের সঠিক প্রয়োগ হয়। তাতে অনেক অনিয়ম দূর হয়ে যাবে। পরিবহন সেক্টরে আমরা অনিয়ম দেখতে চাই না।’ মন্ত্রী বলেন, ‘কোনটা হত্যা আর কোনটা দুর্ঘটনা সেটা নির্দিষ্ট করা আছে আইনে। আমরা কিন্তু আইনের কথা বলেছি। যেটা হত্যা সেটা হত্যা, যেটা দুর্ঘটনা সেটা দুর্ঘটনা।’ রাজধানীতে অপ্রাপ্তবয়স্ক এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেয়া হবে? এই প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, আমিও বলেছি তার সাথে। উনি কঠোর ব্যবস্থা নেবেন আমরা তাকে সহায়তা করবো।’ এরআগে, দুপুর দুইটার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের ইস্যুতে বাস মালিক-শ্রমিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে বৈঠকে বসেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
সূত্র: সময়নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়