নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভার মহেষপুর খলা গ্রামের বশির উদ্দিনের বিভিন্ন প্রজাতির অর্ধ
শতাধিক সাড়ে তিন বছরের গাছের চারা দূর্বৃত্তরা রাতের আঁধারে কেটে ফেলে। গত
সোমবার দিবাগত রাতে মহেষপুর খলা গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র বশির
উদ্দিনের বাড়ীর নিজস্ব রাস্তার দুইপাশে লাগানো অর্ধ শতাধিক গাছের চারা কেটে
ফেলায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পূর্ব বিরোধের জের
ধরে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন জানান। বশির উদ্দিনের সাথে যোগাযোগ
করা হলে তিনি বলেন, গাছের সাথে যে শক্রতা করা হয়েছে তা অত্যন্ত জগণ্যমূলক
কাজ। তার ধারনা গ্রায্যমূলক ভাবে প্রতিহিংসা চার্তিত্ব করতে তার গাছের চারা
কেটে ফেলা হয়েছে। এব্যাপারে তিনি কানাইঘাট থানায় অভিযোগ দায়েরের
প্রস্তুতি নিচ্ছেন।
কানাইঘাট নিউজ ডটকম/০৮জুলাই ২০১৮ইং।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়