Sunday, June 3

কানাইঘাটে এক ইউপি সদস্যের সৌজন্যে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সদস্য আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সৌজন্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউপি সদস্য আলিম উদ্দিনের নিজ বাড়িতে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কানাইঘাট-জকিগঞ্জ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রিংকু চক্রবর্তী। এছাড়াও মুক্তিযোদ্ধা শামসুল হক, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগের সভাপতি ফখর আহমদ, সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক কয়ছর আহমদ সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনতা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। 

 কানাইঘাট নিউজ ডটকম/০৩জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়