Monday, June 4

কানাইঘাটে মহিষসহ দুই চোর আটক

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট রাজাগঞ্জ ইউপির গাজীপুর হাওর থেকে সোমবার দিন-দুপুরে ৮টি মহিষ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কল্যানী নয়া বাজার কোনাগ্রাম থেকে স্থানীয় জনতা দুই মহিষ চোরকে আটক করেছেন। পরে রাজাগঞ্জ ইউপির সদস্য সরফ উদ্দিন, সোহেল আহমদ কানাইঘাট থানা পুলিশকে খবর দিলে থানার এস.আই আবু কাওসার ঘটনাস্থলে গিয়ে মহিষ চোর বিয়ানীবাজার উপজেলার উজানডাকী গ্রামের সালেক উদ্দিনের পুত্র দীপু আহমদ (২০) ও একই গ্রামের জুুহুর আলীর পুত্র লিমন আহমদ (২১) কে স্থানীয় জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। স্থানীয়রা জানান, গাজীপুর গ্রামের মৃত ইউসূফ আলীর পুত্র ফারুক মিয়ার ৮টি ছোট,বড় মহিষ রাজাগঞ্জ হাওরে ঘাস খাওয়া অবস্থায় গতকাল সোমবার দুপুর অনুমান ১টার দিকে পুলিশের হাতে আটক দীপু আহমেদ ও তার সহযোগী লিমন আহমদ সহ কয়েকজন মহিষগুলো চুরি করে নিয়ে যাওয়ার সময় কল্যানী বাজার থেকে মহিষ সহ এ দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় মহিষের মালিক ফারুক মিয়া থানায় বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।  

কানাইঘাট নিউজ ডটকম/০৪ জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়