Monday, June 18

শ্রীহট্ট প্রকাশের একক বই প্রদর্শনী অক্টোবরে

 কানাইঘাট নিউজ ডেস্ক:
এই বছরের ২ আগস্ট শ্রীহট্ট প্রকাশ-এর দুই বছর পূর্ণ হবে। ২য় বর্ষপূর্তি উপলক্ষে এরমধ্যে বেশ কয়েকটি মানসন্মত বইয়ের প্রকাশনার কাজ শুরু করেছে শ্রীহট্ট প্রকাশ। তবে পাঠকের হাতে পৌঁছাতে সময় লাগবে কয়েকমাস। সবদিক বিবেচনা করে আগামী ২০ থেকে ৩১ অক্টোবর ১২ দিনব্যাপী একক বই প্রদর্শনীর আয়োজন করছে শ্রীহট্ট প্রকাশ। শ্রীহট্ট প্রকাশ-এর একক বই প্রদর্শনীতে পাঠকরা ৩০% থেকে ৫০% ছাড়ে বই ক্রয় করতে পারবেন। পাঠকরা শ্রীহট্ট প্রকাশ-এর নিজস্ব শোরুম থেকে বিকাল ৪ টা থেকে রাত ৮ পর্যন্ত শ্রীহট্ট প্রকাশ-এর প্রকাশিত সকল বই ক্রয় করত পারবেন। শ্রীহট্ট প্রকাশ-এর শোরুমের ঠিকানা: শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট। উল্লেখ্য, ইতিহাস/ মুক্তিযুদ্ধ/ মওলানা ভাসানী রচিত ও তাঁর উপর প্রকাশিত/ সংস্কৃতি/ নাটক/ গান/ শিশুতোষ/ ছড়া/ প্রেম/ গবেষণাধর্মীসহ বিভিন্ন বই স্থান পাবে শ্রীহট্ট প্রকাশ-এর একক বই প্রদর্শনীতে।

কানাইঘাট নিউজ ডটকম/ডেস্ক/১৮জুন ২০১৮ ইং 






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়