কানাইঘাট নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বৃটিশ বাংলাদেশী শিল্পপতি এম জাকির হুসেইন বলেছেন, জাপার আমলে দেশের মানুষ শান্তিতে ছিল। তাই তারা আজ পল্লীবন্ধু এরশাদের দিকে তাকিয়ে আছে। পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে দেশের মানুষ আবার ক্ষমতায় দেখতে চায়। শিল্পপতি জাকির হুসেইন রবিবার বার্মিংহাম জাতীয় যুব সংহতি কতৃক আয়োজিত
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বার্মিংহাম জাতীয় যুব সংহতি র
সভাপতি যুবনেতা আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রশিক উদ্দিনের পরিচালনায়
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার আহবায়ক-মনসুর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা টুটুল চৌধুরী, মিডল্যা্ন্ড যুব সংহতির আহবায়ক সফিকুল ইসলাম, আবদুল গিয়াস, কবির উদ্দীন, বেলাল হোসেন ,আবদুল মুহিদ, মারুফ আহমদ তাফাদার, ফরমান আলী আবদুল হাদি প্রমূখ।
সভায় বক্তারা বলেন,নয় বছরের সফল রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমল ছিল উন্নয়নের স্বর্নযুগ। পল্লীবন্ধু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যা করে গেছেন,দেশের জনগণ কোনদিন ভূলবেনা।
উন্নয়নের সপ্নদ্রষ্টা হলেন পল্লীবন্ধু,সেজন্য বাংলার জনগণ আবার পল্লীবন্ধুকে ক্ষমতায় নিয়ে আসবে
। সভায় জাতীয় যুবসংহতি বার্মিংহাম এবং মিডল্যান্ড শাখা কে আরো শক্তিশালী করার আহবান জানানো হয় ।
কানাইঘাট নিউজ ডটকম/ডেস্ক/২৪জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়