Thursday, June 28

কানাইঘাট পৌরসভার ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় পৌর কার্য্যালয়ে প্রস্তাবিত বাজেট পেশ করেন পৌর মেয়র নিজাম উদ্দিন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় সহ বিভিন্ন খাতে আয় দেখানো হয়েছে ২৩ কোটি ৯১ লক্ষ ৭০হাজার টাকা এবং ব্যায় দেখানো হয়েছে ২৩ কোটি ৯১লক্ষ ৫০ হাজার টাকা। উদৃত রাখা হয়েছে ২০ হাজার টাকা। প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়নে পৌর নাগরিক বৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন মেয়র নিজাম উদ্দিন। পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেনির পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশকালে মেয়র নিজাম উদ্দিন বলেন, সকল মহলের সর্বাত্মক সহযোগিতার ফলে কানাইঘাট পৌরসভা কে স্থানীয় সরকার মন্ত্রণালয় ৩য় গ্রেড থেকে ২য় শ্রেণিতে উন্নীত করেছে এ অর্জন পৌরবাসীর। জাইকাসহ দাতাগোষ্ঠীর অর্থায়ন এবং সরকারের বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত বড় ধরনের অর্থায়নের মাধ্যমে অচিরেই নাগরিকবৃন্দের প্রাপ্ত সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে কানাইঘাট পৌরসভাকে একটি আদর্শ মডেল পৌরসভায় পরিণত করা হবে। পৌরসভাকে ২য় শ্রেণি থেকে ১ম শ্রেণিতে উন্নীত করতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। পৌরসভার সবধরনের উন্নয়ন মূলক কর্মকান্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ বদ্ধ পরিকর। কোন ধরনের অনিয়ম, দূর্নীতিকে আশ্রয় দেওয়া হবে না বলে মেয়র নিজাম উদ্দিন ঘোষণা দেন। পৌরসভার রাজস্ব বৃদ্ধি করতে যে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করলে পৌর কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন বাজেটে উপস্থিত সুধীজন। পৌরসভার রাস্তা-ঘাটের টেকসই উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে মেয়র নিজাম উদ্দিনের কর্ম-পরিকল্পনার প্রশংসা করেন সবাই। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতের উপর অর্থ বরাদ্ধ সহ বাস্তবায়ন এবং রাজস্ব আদায় আরো বৃদ্ধি করতে উপস্থিত সুধীজন মেয়র নিজাম উদ্দিনের কাছে নানা ধরনের প্রস্তাব তুলে ধরলে তিনি বলেন শুধুমাত্র পৌর কর্তৃপক্ষের মাধ্যমে রাজস্ব আদায় সহ যে কোন ধরনের উন্নয়ন ও সামাজিক মূলক কর্মকান্ড বাস্তবায়ন করা সম্ভব নয় এ জন্য সকল মহলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। বাজেট পেশকালে নানা ধরনের পরিকল্পনার কথা তুলে ধরে মেয়র নিজাম উদ্দিন বলেন, সবার সহযোগিতা পেলে আগামী দুই বছরের মধ্যে কানাইঘাট পৌরসভাকে দেশের মধ্যে একটি শ্রেষ্ঠ মডেল পৌরসভায় পরিণত করা হবে। পৌরসভার সহকারী প্রকৌশলী মনির উদ্দিন আহমদের সার্বিক উপস্থাপনায় উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন কানাইঘাট পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নূর, প্রেসক্লাবের ক্রীড়া-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুবুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিন উদ্দিন, স্বেচ্ছা সেবকলীগ নেতা ফরহাদ আহমদ, ঠিকাদার শ্যামল দাস, হোসেন আহমদ, পৌর কাউন্সিলর যথাক্রমে জাহাঙ্গীর আলম জাহান, বিলাল আহমদ, ইসলাম উদ্দিন, আবিদুর রহমান, মাসুক উদ্দিন, তাজ উদ্দিন, সাহাব উদ্দিন, মহিলা কাউন্সিলর আছমা বেগম, আছিয়া বেগম প্রমুখ। 

 কানাইঘাট নিউজ ডটকম/২৮জুন ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়