নিজস্ব প্রতিবেদক: অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর অন্তর্ভূক্ত কানাইঘাট উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকেল ৫টায় সংগঠনের কানাইঘাট উত্তর বাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি শ্রমিক নেতা ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইসলাম উদ্দিন,ট্রাফিক পুলিশের এএসআই দীপংকর,উপজেলা ছাত্রলীগের সভাপতি আখতার হোসেন,পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান,ইউপি সদস্য আব্দুল মুতলিবসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে সার্বিক তদারকির দায়িত্বে ছিলেন শাখার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা এবাদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান বলেন, শ্রমিকরা হচ্ছেন দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তিনি কানাইঘাটের আইন শৃংখলার উন্নয়নসহ কানাইঘাট বাজারের যানজট নিরসনে অটোরিকশা,সিএনজি চালকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,আপনারা শান্তি শৃংখলা মেনে গাড়ি চালান আমরা সবাই আপনাদের সহযোগিতা করব।
কানাইঘাট নিউজ ডটকম/০৭জুন ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়