Friday, May 25

কানাইঘাটে লেগুনার ধাক্কায় নিহত ট্রাক চালকের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: গত বৃহস্পতিবার বিকেল ২টা দিকে কানাইঘাট গাজী বোরহান সড়কের রাজাগঞ্জ ইউপির ফালজুর ব্রিজের পাশে লেগুনা গাড়ীর ধাক্কায় নিহত ট্রাক চালক গিয়াস উদ্দিন (২৪) এর লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে। শুক্রবার বাদ আছর নিহত ট্রাক চালক কানাইঘাট সদর ইউপির বীরদল কচুপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র গিয়াস উদ্দিনের জানাজার নামাজ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার শোকাহত লোকজন শরীক হন। প্রসঙ্গত যে ট্রাক চালক গিয়াস উদ্দিনের গাড়ীতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সে ট্রাকটি নিয়ে ফালজুর ব্রিজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে দাড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা গাড়ীর সামনের চাকা পাংচার হলে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ট্রাক চালক গিয়াস উদ্দিনকে স্বজোরে ধাক্কা দিলে সে রাস্তার মধ্যে পড়ে গিয়ে মাথা ফেটে প্রচুর রক্তকরণ হয়। সাথে সাথে স্থানীয় লোকজন এ ট্রাক চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট সিওমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার এসআই বশির আহমদ দূর্ঘটনাস্থল পরিদর্শন করে লেগুনা গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অজ্ঞাতনামা লেগুনা চালক পলাতক রয়েছে। এঘটনায় থানায় আজ শুক্রবার পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের মামলা করা হয়নি বলে এস.আই বশির জানিয়েছেন।

কানাইঘাট নিউজ ডট.কম/২৫ মে ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়